Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
সমন্বিত গ্রেডেশনের প্রাথমিক তালিকা- 26-10-2022
বিস্তারিত

সমন্বিত গ্রেডেশনের প্রাথমিক তালিকা- 26-10-2022


প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত নোটিশ



          প্রধান শিক্ষক পদে পদোন্নতির লক্ষ্যে অনলাইন থেকে সংগৃহীত সমন্বিত গ্রেডেশনের খসড়া তালিকা ইতোমধ্যে উপজেলা শিক্ষা অফিসের ওয়েবসাইট (www.deo.nabiganj.habiganj.gov.bd)  এবং  সামাজিক যোগাযোগ মাধ্যম এর অফিসিয়াল ফেসবুক ও বিভিন্ন ক্লাস্টারের ম্যাসেন্জার গ্রুপের মাধ্যমে  সকলের অবগতিকল্পে প্রকাশ করা হয়েছে। উক্ত তালিকায় কোন আপত্তি বা তথ্যগত অসংগতি পরিলক্ষিত হলে যথাযথ প্রমানকসহ বিগত 20/10/2022খ্রিঃ মধ্যে উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগের জন্য বলা হয়। অনেকেই তাদের ভুল তথ্য হালনাগাদ করেছেন। যাদের তথ্যে এখনও ভুল বা অসংগতি রয়েছে তাদেরকে আগামীকাল 27/10/2022খ্রিঃ মধ্যে আবশ্যিকভাবে প্রমানকসহ জানানোর জন্য বলা হলো। তাছাড়া  তালিকার ১নং হতে 150 নং ক্রমিকের শিক্ষকদের 38.01.0000.400.12.036.2018-961, তাং-11/10/2022খ্রিঃ স্মারকের নির্দেশনা মোতাবেক বিগত (2017খ্রিঃ হতে 2021খ্রিঃ) পাঁচ বছরের গোপনীয় প্রতিবেদন (এসিআর) প্রতিবছরের মূল 03 প্রস্থ এবং ফটোকপি 02 প্রস্থসহ মোট 05 প্রস্থ, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যয়িত অনুলিপি 05 প্রস্থ করে, প্রশিক্ষণ সনদ (সিইনএড/ডিপিএড/বিএড/এমএড) সত্যায়িত অনুলিপি 05 প্রস্থ করে, কোন বিভাগীয় মামলা/ফৌজদারী মামলা/দুদকের মামলা নেই বা ইতোপূর্বে এধরনের মামলায় শাস্তিপ্রাপ্ত নন মর্মে কর্তৃপক্ষের কাছ হতে প্রত্যয়ন, ১ম নিয়োগের আদেশের ফটোকপি  ৫ কপি, স্থায়ীকরনের আদেশের ৫ কপিসহ মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন (5কপি)সহ ফাইল আকারে আগামী 31/10/2022খ্রিঃ মধ্যে আবশ্যিকভাবে উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধক্রমে নির্দেশ প্রদান করা হলো।

          যারা পদোন্নতি নিতে ইচ্ছুক নন, তারা স্বহস্থে লিখিত আবেদন উপজেলা শিক্ষা অফিসে 02 প্রস্থ করে জমা দেওয়ার জন্য বলা হলো।

ডাউনলোড
প্রকাশের তারিখ
26/10/2022
আর্কাইভ তারিখ
31/12/2023