Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
শিশুদের মৌসুমী প্রতিযোগিতা ২০১৫ এর নোটিশ
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়

নবীগঞ্জ, হবিগঞ্জ।

স্মারক নং- উশিঅ/নবী/হবি/২০১৫/৭৬১                                                                         তারিখ- ০৮/০৯/২০১৫খ্রিঃ।

 

বিষয়|- বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে উপজেলা পর্যায়ে শিশুদের মৌসুমী প্রতিযোগিতা ২০১৫।

 

প্রতি বছরের ন্যায় এ বছরও শিশুদের মৌসুমী প্রতিযোগিতা ২০১৫ আগামী ১৪/০৯/২০১৫ খ্রিঃ উপজেলা পরিষদের হলরুমে সকাল ১০.৩০ মিনিট হতে শুরু হবে। ঐ দিন দলভিত্তিক ক- জ্ঞান জিজ্ঞাসা, খ- উপস্থিত বিতর্ক, গ- সমবেত দেশাত্ববোধক গান জারীগান, ঘ- দলীয় নৃত্য (আঞ্চলিক) প্রতিযোগিতা অনুষ্টিত হবে। প্রতিদলে ৪ জন অংশগ্রহন করবে।

ক- জ্ঞান জিজ্ঞাসাঃ- এ প্রতিযোগিতায় ৭ম, ৮ম,৯ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করতে পারবে।

খ- উপস্থিত বিতর্কঃ- ৬ষ্ট, ৭ম ও ৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করতে পারবে।

গ- সমবেত দেশাত্ববোধক জারীগানঃ- শুধুমাত্র ৮ থেকে ১২ বছর বয়সের শিশুদল জারীগান প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

ঘ- দলীয় নৃত্য (আঞ্চলিক)ঃ-এ প্রতিযোগিতায় ৮ থেকে ১২ বছর বয়সের শিশুরা অংশ নিতে পারবে।

                প্রতি বিষয়ের ১ম স্থান অধিকারী শিশুদল জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবে। বয়স ও অধ্যয়নের শ্রেণি প্রমানের জন্য প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে প্রত্যয়ন পত্র ও জন্ম নিবন্ধন সনদপত্র সঙ্গে আনতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ে যাতে তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয়ভাবে অংশগ্রহন করে তা নিশ্চিত করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

 

 

প্রাপকঃ-  …………………………………

            …………………………………

            …………………………………

 

(মোঃ আব্দুর রাজ্জাক)

উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ)

নবীগঞ্জ, হবিগঞ্জ।

 

স্মারক নং- উশিঅ/নবী/হবি/২০১৫/৭৬১(৪)                                                                  তারিখ- ০৮/০৯/২০১৫খ্রিঃ।

সদয় অবগতি ও কার্যাথে অনুলিপি প্রেরন করা হলোঃ-

১। উপজেলা নির্বাহী অফিসার, নবীগঞ্জ, হবিগঞ্জ।

২। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, হবিগঞ্জ।

৩। সহকারী উপজেলা শিক্ষা অফিসার, নবীগঞ্জ, হবিগঞ্জঃ- নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হয়ে প্রতিযোগিতা পরিচালনা করার

   জন্য  অনুরোধ করা হলো।

৪। সংরক্ষন কপি।

 

(মোঃ আব্দুর রাজ্জাক)

উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ)

নবীগঞ্জ, হবিগঞ্জ।

ডাউনলোড